BN/670303b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই যে বাচ্চাটি এখানে খেলছে, তার শরীরটি ছোট। এইভাবে একদিন তার শরীরটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার পিতার মতো হবে। তাকে এভাবে অনেক শরীর পরিবর্তন করতে হবে। সুতরাং যদিও শরীরগুলি সব পরিবর্তিত হবে,কিন্তু আত্মা একই থাকবে। এইভাবে, শৈশবে, মাতৃগর্ভে থাকার সময়, অথবা শরীরটি যখন তার পিতার ন্যায় অথবা পিতামহের ন্যায় বয়ঃপ্রাপ্ত হবে, সবসময়তেই ওই একই আত্মা উপস্থিত থাকবে। সুতরাং আত্মা হচ্ছে স্থায়ী ও শরীর পরিবর্তনশীল। এটা শ্রীমদ্ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ(শ্রীমদ্ভগবদগীতা ২.১৮)। এই শরীরটি অস্থায়ী। সাময়িক। শৈশবের দেহ, কৈশোরের, যৌবনের, পূর্ণবয়স্কের অথবা বার্ধক্যের শরীর, প্রত্যেক ক্ষেত্রেই শরীরগুলি সাময়িক থাকে। প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে আমাদের পরিবর্তন হচ্ছে। কিন্তু দেহের অভ্যন্তরে যে আত্মা,তা নিত্য, অপরিবর্তনীয়।"

৬৭০৩০৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - সান ফ্রান্সিস্কো