BN/680315b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চানক্য পণ্ডিত বলেছেন যে" সময় এত মূল্যবান যে আপনি লক্ষ্য লক্ষ্য স্বর্ণমুদ্রা দিলেও এক মুহূর্তও ফিরে পেতে পারবেন না।" ন চেন নিরর্থকম নীতিঃ, চ ন হানিস ততো ধিক, তুমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছ তা ভেবে দেখো। যে জিনিসটি তুমি কয়েক লক্ষ্য ডলার প্রদান করলেও ফিরে পাবেনা, যদি সেটি এমনিতেই হারিয়ে যায়, তবে তুমি কতটা হারাচ্ছ তা একবার কল্পনা কর। একই বিষয়ে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে ধর্মান ভাগবতান্, যে কৃষ্ণ চেতনাময় বা ঈশ্বর চেতনাময় হয়ে ওঠাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের এক মুহূর্ত সময় অপচয় করা উচিত নয়। শীঘ্রই আমাদের আরম্ভ করা উচিত। কেন? দুর্লভম মানুষম জন্ম। মানুষম জন্ম(শ্রীমদ্ভাগবত ৭.৬.১)। তিনি বলেছেন যে এই মনুষ্য শরীর খুব দুর্লভ। এটি অনেক জন্মের পরে পাওয়া যায়। আর বর্তমান সভ্যতায় তারা বোঝতে পারছেনা যে এই মনুষ্য জীবন কতটা গুরুত্বপূর্ণ।
  
৬৮০৩১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - সান ফ্রান্সিস্কো