BN/680316 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই আত্মার উৎপত্তি কৃষ্ণের থেকে।গতিকে চরমে তিনিই হচ্ছেন আমাদের সর্বপ্রিয় বন্ধু। আমরা কোনোএকজনকে ভালোবাসার চেষ্টায় রত। এই,'কোনো একজন' হচ্ছেন কৃষ্ণের বিকৃত প্রতিফলন। প্রকৃতপক্ষে ..ঠিক একটি শিশুর মতো। শিশুটি মার স্তন পান করতে চাইছে আর কাঁদছে। যদি কেউ শিশুটিকে কোলে নেয় তাহলে সে( শিশুটি) সন্তুষ্ট হবেনা। কারণ সে এটা প্রকাশ করতে পারছেনা যে, "আমি আমার মাকে চাই।" ঠিক সেইভাবে, আমরা কৃষ্ণপ্রেম প্রাপ্ত করার জন্য লালায়িত, কিন্তু সেটা বিকৃত উপায়ে প্রাপ্ত করতে চাইছি। যেহেতু কৃষ্ণ সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই, তাই তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের কথা আমরা ভুলে গেছি। আর এইজন্যই আমরা কেবল এই শরীর, ঐ শরীরকে ভালোবাসছি।"
৬৮০৩১৬ - প্রবচনের উদ্ধৃতাংশ - সান ফ্রান্সিস্কো