BN/680316b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মন্মনা ভব মদ্ভক্তো মদযাজী মাং নমস্কুরু(শ্রীমদ্ভগবদ্গীতা ১৮.৬৫). কৃষ্ণ বলেছেন যে "তোমরা সর্বদা মনে মনে আমার কথা চিন্তা করো।"মন্মনা ভব মদ্ভক্তো , " এবং আমার ভক্ত হও। আমাকে তোমার শত্রু ভেবোনা।" কখনও কখনও কৃষ্ণকে শত্রু হিসাবে ভাবা হয়। এই ধরণের চিন্তাভাবনা অন্তসারশূন্য। কার্যকর নয়। অবশ্যই শত্রুরা যারা কৃষ্ণের কথা সর্বদা ভেবেছিল,তারাও মুক্তি পেয়েছিল। কারণ, সর্বোপরি, তারা কৃষ্ণের কথা ভেবেছিল। তবে সেভাবে নয়।"
৬৮০৩১৬ - প্রবচন উদ্ধৃতাংশ - সান ফ্রান্সিস্কো