BN/680317b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করে হচ্ছে মূল কথা। যদি তুমি এক সেকেন্ডের মধ্যে এই আসক্তি বিকাশ করে থাকো, ওহ, তবে এক সেকেন্ডের মধ্যেই সমস্ত ব্যাপার পূর্ণ হয়।এক সেকেন্ডের মধ্যেই। এবং যদি বছরের পর বছর ধরেও তুমি এই আসক্তি বিকাশ করতে অসমর্থ হউ, তবে এটি খুব কঠিন। তুমি কৃষ্ণের প্রতি তোমার আসক্তি কতটা বিকাশ করেছো, সেটিই একমাত্র পরীক্ষা। যদি তুমি এই ব্যাপারে খুব ঐকান্তিক থাক, তবে এটি এক সেকেন্ডের মধ্যেই করা যায়। আর যদি তুমি এই ব্যাপারে গম্ভীর না হউ তবে এটি অনেক জীবনেও করা যায় না। সুতরাং এটি নির্ভর করে তুমি এই ব্যাপারে কতটা ঐকান্তিক, তার উপরে। কৃষ্ণ এমন কোনও বস্তুগত জিনিস নয় যে এর জন্য কিছু নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, বা .. না। একমাত্র জিনিস হলো ময়ি আসক্তমনাঃ(শ্রীমদ্ভগবদ্গীতা ৭.১)। কৃষ্ণের প্রতি তোমার পূর্ণ আসক্তির বিকাশ করতে হবে। "

৬৮০৩১৭ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৭.০১ - সান ফ্রান্সিস্কো