BN/680318 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীশুকদেব গোস্বামী বলেছেন, ততশ্চানুদিনং। অনুদিনং অর্থাৎ 'যত দিন যাবে'। তখন লক্ষণগুলি কী হবে? এখন, নাঞ্ক্ষ্যতি। নাঞ্ক্ষ্যতি অর্থাৎ ধীরে ধীরে হ্রাস পাবে, কমে যাবে। কী হ্রাস পাবে? এখন ধর্ম, ধর্মীয়তা; সত্যম, সত্যবাদিতা; শৌচম, পরিষ্কার-পরিচ্ছন্নতা; দয়া, করুণা; আয়ুঃ, জীবনকাল; বল, শক্তি; এবং স্মৃতি, স্মরণশক্তি। এই আটটি বস্তু, কেবল জানার চেষ্টা করুন। প্রথম বিষয়টি ধর্মীয়তা। কলিযুগ যত অগ্রসর হবে, মানুষ আরও বেশী অধার্মিক হয়ে উঠবে। এবং তারা আরও বেশী মিথ্যাবাদী হয়ে উঠবে। তারা সত্য বলা ভুলে যাবে। শৌচম, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটিও হ্রাস পাবে "
৬৮০৩১৮ - প্রবচন শ্রীমদ্ভাগবত ১২/০২/০১ - সান ফ্রান্সিস্কো