BN/680320 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জীবকে শ্রীমদ্ভগবদ্গীতাতে সর্বগ বলে বর্ণনা করা হয়েছে। সর্বগ অর্থাৎ সে এই মহাবিশ্বের মধ্যে যে কোনও জায়গায় যেতে পারে। সে আধ্যাত্মিক আকাশেও যেতে পারে। সর্বগ অর্থাৎ সে যদি ইচ্ছা করে তবে সে সর্বত্রই অন্তর্ভুক্ত। যেমনটা আমি গতকাল বলেছি, গত রাতে, যান্তি দেবব্রতা দেবান্ (শ্রীমদ্ভগবদ্গীতা ৯/২৫)। সে যদি চায়, তবে সে দেবতাদের গ্রহগুলিতে, পিতৃলোকে যেতে পারে, সে এখানে থাকতে পারে, বা যদি সে চায় তবে শ্রীকৃষ্ণের লোকেও যেতে পারে। সে তা করার স্বাধীনতা পেয়েছে। ঠিক যেমন বহু সরকারী পদ রয়েছে। তুমি তার মধ্যে যে কোনও একটি নির্বাচন করতে পারো, তবে তোমাকে অবশ্যই সেটির যোগ্য হতে হবে। সুতরাং সেটি যোগ্যতার প্রশ্ন, যে তুমি দেবতাদের লোকে কিভাবে যেতে পারো, তুমি পিতৃলোকে কিভাবে যেতে পারো।"
৬৮০৩২০ - প্রাতঃ ভ্রমণ উদ্ধৃতাংশ - সান ফ্রান্সিস্কো