BN/680327 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রথম মোমবাতিটি হচ্ছে শ্রীকৃষ্ণ। এরম নয় যে প্রকাশের প্রকাশ হচ্ছে কম শক্তিশালী। মোমবাতির শক্তি এক তা উৎস হোক বা প্রকাশ বা প্রকাশের প্রকাশ। এরকম নয় যে নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর থেকে কম শক্তিশালী, অথবা অদৈত্য প্রভু তার থেকে কম...না। যেকোনো অবতার বা প্রকাশের সমান ক্ষমতা, বিষ্ণু তত্ত্ব। শক্তির প্রকাশ আলাদা ভাবে হচ্ছে। যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবান রাম ও পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন উৎস, এবং শ্রীরাম হচ্ছেন প্রকাশ।"

৬৮০৩২৭ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো

৬৮০৩২৭ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো