BN/680327b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজন জড় চেতনাসম্পন্ন ব্যক্তিকে তার নিজের উপভোগের জন্য খুব সুবাসিত একটি ফুল দিলে সে খুশি হয়। আর একজন কৃষ্ণভাবনাময় ব্যক্তি তৎক্ষণাৎ ভাবে, “এটি খুব সুন্দর ফুল, একে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা উচিত।” ফুলটিও আছে, সেই ব্যক্তিটিও আছে, কেবল চেতনারই পরিবর্তন ঘটেছে। ব্যাস্‌। তিনি সবকিছুকেই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখেন।"
৬৮০৩২৭ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো