BN/680611b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কত ব্যবস্থা রয়েছে। এবং ভগবদ্গীতা যথাযথ আছে। নিজেদের বিচার দিয়ে, যুক্তি দিয়ে, নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে বুঝতে পারবে। এটা কোনো যুক্তিপ্রমাণ ব্যতিরেকে উপস্থাপিত নয়।এটি যুক্তিসঙ্গত, বিচক্ষণ। দুর্ভাগ্যবশত তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে ভগবান মৃত। ভগবান কি করে মৃত হতে পারেন? সেটি আরেক রকমের বদমাশী। তুমি তো মৃত নও; তাহলে ভগবান কি করে মৃত হবেন? সুতরাং ভগবানের মৃত হওয়ার কোনো প্রশ্ন নেই। তিনি সবসময় উপস্থিত, যেমন সূর্য সবসময় উপস্থিত। শুধু বদমাশরা, তারা বলবে কোনো সূর্য নেই । সূর্য আছে, সেটি তোমার চোখের সামনে উপস্থিত নেই, ব্যাস। তেমনি,"তুমি ভগবানকে দেখতে পারছোনা, মানে তিনি নেই", এটা বদমাশী। এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়।"

৬৮০৬১১ - প্রবচন - মন্ট্রিয়াল

৬৮০৬১১ - প্রবচন - মন্ট্রিয়াল