BN/680612 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো জীবের সাধারণ প্রবৃত্তি হলো সেবা করা। এটা স্বাবাভিক প্রবৃত্তি। এখানে আমরা যারাই আছি, কেউ বলতে পারবেনা,'আমি কারো দাস নোই'। আমরা প্রত্যেকেই দাস। তুমি সবচেয়ে বড় ব্যক্তি, প্রধানমন্ত্রীর কাছে যাও, বা যুক্তরাষ্ঠ্রের রাষ্ট্রপতি, সবাই দাস। কেউ দাবি করতে পারবেনা, "আমি কারো দাস নোই।" সুতরাং তুমি ক্রিষ্টান হও, অথবা হিন্দু, বা মুসলমান হওনা কেন, কিন্তু তোমাকে সেবা করতে হবে। এরম নয় যে ক্রিষ্টান বা হিন্দু বলে সেবা করতে হবেনা।"

৬৮০৬১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - মন্ট্রিয়াল

৬৮০৬১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - মন্ট্রিয়াল