BN/680615c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমার খুব দুশ্চিন্তা । কারণ আমি দেহাত্ম বুদ্ধির স্তরে জীবন যাপন করছি। ঠিক যেমন একজন ব্যক্তির খুব দামি মোটরগাড়ি থাকতে পারে, এবং তিনি রাস্তায় গাড়িটি চালাচ্ছেন। তিনি খুব সতর্ক ভাবে গাড়ি চালাচ্ছেন যাতে কোন দুর্ঘটনা না ঘটে। কত দুশ্চিন্তা। কিন্তু আর একজন ব্যক্তি যে রাস্তা দিয়ে হাটছে, তার এতো দুশ্চিন্তা নেই। গাড়ির ভেতরের মানুষটার এতো দুশ্চিন্তা কেন? তিনি নিজেকে গাড়ির সাথে সনাক্তকরণ করছেন। যদি গাড়িতে কোনো দুর্ঘটনা হয়, গাড়ি ভেঙে যায়, সে ভাবছে, "আমি শেষ হয়ে গেলাম। আমার গাড়ি চলে গেল"। যদিও সে গাড়ির থেকে ভিন্ন, সে নিজেকে ভুল ভাবে চিহ্নিত করছে। তেমনি, যদি আমরা এই দেহের সাথে নিজেদের চিহ্নিত করি, তাহলে আমাদের অনেক সমস্যা থাকবে জীবনে। যদি জীবনের সমস্যার সমাধান চাই, তাহলে বুঝতে হবে আমি কি।"

৬৮০৬১৫ - প্রবচন - মন্ট্রিয়াল

৬৮০৬১৫ - প্রবচন - মন্ট্রিয়াল