BN/680616 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই মানব দেহ পাওয়া অত্যন্ত দুর্লভ। এর অবব্যবহার করা যাবেনা। এটা প্রথম জ্ঞান। কিন্তু লোকেদের এই শিক্ষায় শিক্ষিত করা হয়না। সকলকে উৎসাহিত করা হয়, আরও ইন্দ্রিয়তৃপ্তি করতে: 'উপভোগ করো, উপভোগ করো, উপভোগ করো'। সুতরাং কোন বদমাশ লোক আসে, সেও বলে, 'ঠিক আছে, চালিয়ে যাও, উপভোগ করো। কেবল পনেরো মিনিটের জন্য ধ্যান করো'। কিন্তু প্রকৃতপক্ষে এই দেহ ইন্দ্রিয়তৃপ্তি বৃদ্ধি করার জন্য নয়। আমাদের কিছু ইন্দ্রিয়তৃপ্তি কদরকার - দেহের চাহিদার জন্য। যদি আমরা দেহকে সুস্থ রাখতে চাই, এই দেহের চাহিদা- আহার, নিদ্রা, ভয়, মৈথুন- এগুলো মেটাতেই হবে। কিন্তু এগুলোর বৃদ্ধির দরকার নেই। তাই এই মানব দেহ তপস্যার জন্য। তপস্যা মানে কঠোরতা, ব্রত। সমস্ত শাস্ত্রে এই শিক্ষা দেওয়া হয়েছে।

৬৮০৬১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০৩ - মন্ট্রিয়াল

৬৮০৬১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০৩ - মন্ট্রিয়াল