BN/680616b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" ধরো তুমি একটি খুব সুন্দর জামা পেয়েছো, এবং সেই জামার মধ্যে আসলে আপনি রয়েছেন, এখনও পর্যন্ত আমাদের উদ্বেগ, বর্তমান মুহূর্তে। এখন, যদি তুমি কেবল জামার যত্ন নাও, এবং প্রকৃত ব্যক্তির যত্ন না নাও, তুমি কতক্ষণ সুখী থাকবে? খুব সুন্দর জামা পাওয়া সত্ত্বেও তুমি অনেক অসুবিধা অনুভব করবে। একইভাবে এই স্থূল শরীর আমাদের জামার মতো। আমি আধ্যাত্মিক স্ফুলিঙ্গ। এই স্থূল শরীর হলো বাহ্যিক আবরণ, এবং অভ্যন্তরীণ আবরণ রয়েছে: মন, বুদ্ধি এবং অহংকার। সেটা আমার জামা। সুতরাং জামা এবং আবরণ। এবং জামা এবং আবরণের মধ্যে, আসল আমি রয়েছি।
দেহিনোঽস্মিন্ যথা দেহে
কৌমারং যৌবনং জরা
তথা দেহান্তর প্রাপ্তির
ধীরস্তত্র ন মুহ্যতি
(শ্রীমদ্ভগবদ্গীতা ২/১৩)"
৬৮০৬১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৬/০৩ - মন্ট্রিয়াল