BN/680623 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" তুমি কি মনে করো যে পূর্ব দিকটি সূর্যের জননী? কারণ সূর্য পূর্ব দিক থেকে জন্মগ্রহণ করেছে, তুমি ধরে নিতে পারো যে পূর্ব দিকটি সূর্যের মা। একইভাবে, শ্রীকৃষ্ণও আবির্ভূত হন, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি জন্মগ্রহণ করেছেন। শ্রীমদ্ভাগবদগীতার চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে: 'যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন...', কেবল এই তিনটি জিনিস জেনে — কিভাবে কৃষ্ণের জন্ম হয়, এবং তিনি কীভাবে কর্ম করেন এবং তাঁর প্রকৃত পদ — (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৯) 'প্রিয় অর্জুন, কেবল এই তিনটি বিষয় জেনে, কেউ এই জড় জাগতিক শরীর ত্যাগ করার পর আমার কাছে আস্তে পারে'। 'সে আর কখনও ফিরে আসে না' সুতরাং এর অর্থ, অন্য কথায়, যদি তুমি শ্রীকৃষ্ণের জন্মের বিষয় বুঝতে পারো, তাহলে তাহলে তুমি তোমার পরবর্তী সব জন্ম বন্ধ করতে সক্ষম। তুমি এই জন্ম -মৃত্যু থেকে মুক্তি পাবে। তাই বোঝার চেষ্টা করুন কিভাবে শ্রীকৃষ্ণ তাঁর জন্ম গ্রহণ করেন। "
৬৮০৬২৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৬/০৬-৯ - মন্ট্রিয়াল