BN/680623b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" মূল ধারণা হল, সমাজে, যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধিবৃত্তিক কাজে নিয়োজিত, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্মকে বোঝার জন্য, এই পৃথিবীর পরিস্থিতি বোঝার জন্য, তারা আধ্যাত্মিক জ্ঞান বোঝে। এই ধরনের জ্ঞানের যারা অনুশীলন করে, তাদেরকে বলা হত ব্রাহ্মণ। তবে বর্তমান মুহূর্তে যে কেউ ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করে, তাকে ব্রাহ্মণ বলা হয়। কিন্তু আসলে সে একজন মুচি হতে পারে। তবে সেটা ধারণা নয়। সুতরাং, মানব সমাজের এই আটটি বিভাগ, মানব সমাজের বৈজ্ঞানিক বিভাজন, এখন লুপ্ত হয়ে গেছে। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে কালৌ, 'এই যুগে', নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা (শ্রীচৈতন্য চরিতামৃত আদি ১৭/২১), 'মানব সমাজের জীবনের লক্ষ্যে উন্নতির জন্য অন্য কোনও বিকল্প নেই'। কারণ মানব সমাজ জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এবং জীবনের সেই লক্ষ্য হল কৃষ্ণ ভাবমাময়। "
৬৮০৬২৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৬/০৬-৯ - মন্ট্রিয়াল