BN/680626 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শারীরিক রোগ নিরাময়ের জন্য অনেক হাসপাতাল আছে, তবে আত্মার রোগ নিরাময়ের জন্য কোনও হাসপাতাল নেই। সুতরাং এই কৃষ্ণ ভাবমাময় আন্দোলন হল আত্মার রোগ নিরাময়ের জন্য। আত্মার রোগ। প্রতিটি আত্মা, প্রতিটি ব্যক্তি, ভুল করে নিজেকে এই শরীরক বা নিজেকে মন বলে গ্রহণ করে। এটাই পার্থক্য। যস্যাত্মবুদ্ধিঃ কুণপে ত্রিধাতুকে স এব গোখরঃ (শ্রীমদ্ভাগবত ১০/৮৪/১৩). যে কেউ নিজেকে এই দেহ বলে গ্রহণ করছে, সে হয় গাধা বা গরু। ভুল ধারণা। তাই মানুষ আগ্রহী নয়। "
৬৮০৬২৬ - প্রবচন - মন্ট্রিয়াল