BN/680728 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমার বক্তব্য হচ্ছে প্রতি দেশে, এই মানব সমাজের, একটি বিশেষ গুণাবলী আছে। গত প্রশু একটি গির্জায় হরিদ্বারের ছবি দেখছিলাম। গঙ্গায় স্নান করবার জন্য লাখে লাখে লোক সমবেত হয়েছে। ১৯৫৮ সালে জগন্নাথ পুরীতে একটা বিশেষ মেলা হয়েছিল। পঞ্জিকায় লেখা ছিল, সেদিন যদি সমুদ্রে স্নান করা যায় তাহলে জগন্নাথের দর্শন হলে, সে মুক্তি পাবে। আমিও আমার বন্ধুদের সাথে গেছিলাম। শুনলে অবাক হয়ে যাবে, কয়েক ঘন্টার জন্য, গোটা ভারতের ছয় লক্ষ্য লোক জমায়েত হয়েছিল। এবং সরকার বিশেষ ব্যবস্থা করেছিল যাতে তারা স্নান করতে এবং ভগবানের দর্শন নিতে পারে।"

৬৮০৭২৮ - ভারতীয় সমাগমে প্রবচন -মন্ট্রিয়াল