BN/680729 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরনং ব্রজ ( শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৬): " প্রিয় অর্জুন, তুমি অন্য সব ব্যস্ততা ছেড়ে দাও। শুধু আমার সেবায় নিয়োজিত হও অথবা আমার আদেশ পালনে রত হও।" "তাহলে অন্যান্য বিষয়গুলির কি হবে?" শ্রীকৃষ্ণ আশ্বাস দেন, মোক্ষয়িষ্যামি মা শুচঃ। যদি কেউ মনে করে যে "যদি আমি অন্য সব কর্ম ছেড়ে দিয়ে কেবল আপনার সেবায় নিয়োজিত থাকি, আপনার আদেশ বাস্তবায়নের জন্য, তাহলে আমার অন্যান্য কর্মের কি হবে? আমার আরো অনেক দায়িত্ব রয়েছে। আমি আমার পারিবারিক বিষয়ে নিয়োজিত, আমি আমার সামাজিক বিষয়ে নিয়োজিত, আমি আমার দেশের বিষয়, সম্প্রদায় বিষয়ক কাজে ব্যস্ত, অনেক কিছু, আমার ... তাহলে সেই জিনিসগুলির কি হবে? " শ্রীকৃষ্ণ বলেছেন যে "আমি দেখব, কিভাবে আপনি এটি সঠিকভাবে করতে পারেন।"
৬৮০৭২৯ - দীক্ষা প্রবচন - মন্ট্রিয়াল