BN/680811b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরুকৃষ্ণ কৃপায় পায়ে ভক্তিলতাবীজ (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য ৯১/১৫১): সেখানে শ্রীকৃষ্ণ এবং গুরুর সম্মিলিত কৃপা থাকবে। তখন কৃষ্ণ ভাবনাময়ের আমাদের মিশন সফল হবে। এটাই রহস্য। শ্রীকৃষ্ণ সর্বদা তোমার মধ্যে বিদ্যমান। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেঽর্জুন তিষ্ঠতি (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬১). অতএব শ্রীকৃষ্ণ আপনার উদ্দেশ্য সম্পর্কে সবকিছু জানেন, এবং তিনি তোমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার সুযোগ দেন। তুমি যদি এই জড় জগত উপভোগ করার সিদ্ধান্ত নাও, তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে বুদ্ধি দেবেন কিভাবে খুব সুন্দর ব্যবসায়ী, খুব সুন্দর রাজনীতিবিদ হওয়া যায়, খুব সুন্দর ধূর্ত মানুষ যাতে আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং ইন্দ্রিয় উপভোগ করতে পারেন। শ্রীকৃষ্ণ তোমাকে বুদ্ধি দেবেন। "
৬৮০৮১১ - ব্রাহ্মণ দীক্ষা প্রবচন - মন্ট্রিয়াল