BN/680811c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" হরে অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তিকে সম্বোধন করা, এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই আমরা বলছি," হে শ্রীকৃষ্ণের শক্তি, হে শ্রীকৃষ্ণ, রাম, হে পরম ভোক্তা, এবং হরে, একই শক্তি, আধ্যাত্মিক শক্তি।" আমাদের প্রার্থনা হল, "দয়া করে আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন।" আমরা সবাই কোনও না কোনও সেবায় নিয়োজিত। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু আমরা ভুগছি। মায়ার সেবা করে আমরা কষ্ট পাচ্ছি। মায়া অর্থাৎ আমরা যে সেবা কাউকে দিয়ে থাকি, সেই ব্যক্তি সন্তুষ্ট নয়; এবং আপনি পরিষেবাও দিচ্ছেন - আপনি সন্তুষ্ট নন। তিনি আপনার প্রতি সন্তুষ্ট নন; আপনি তার সাথে সন্তুষ্ট নন। একে মায়া বলে। "
৬৮০৮১১ - ব্রাহ্মণ দীক্ষা প্রবচন - মন্ট্রিয়াল