BN/680815b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন তোমরা যে মন্ত্র গ্রহণ করছ, তোমাদের সব পালন করতে হবে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, শেষ। এবং আমরা, আমরা বিবাহকে সীকৃতি দেই। সুতরাং কোন বাধা নেই। একজন বিবাহ করতে পারে। কিন্তু কোন অবৈধ্য যৌনসঙ্গ করা যাবেনা। তা এই চারটি নিয়ম পালন করতে হবে, এবং হরে কৃষ্ণ জপ কর এবং সিন্তুষ্ট হও। অন্তরে এবং বাহিরে আর সুন্দর হয়ে ওঠো। তো....তুমি সুন্দর কন্যা, তোমরা সবাই সুন্দর। সুতরাং অন্তরেও সুন্দর হয়ে ওঠো। শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন।"

৬৮০৮১৫ - প্রবচন দীক্ষা - মন্ট্রিয়াল