BN/680816 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই ভক্তি, শ্রীকৃষ্ণের সেবা, খুব ভাল। এবং এই ভক্তির মধ্যে, এই জন্মাষ্টমী... অবশ্যই এই জন্মাষ্টমী সব হিন্দুরা উৎযাপন করে। বৈষব হোক বা না হোক, ভারতে সবাই উৎযাপন করে, প্রতি গৃহে। ঠিক যেমন তোমাদের পাশ্চাত্যদেশে বড়দিন সবাই উৎযাপন করে, প্রতি গৃহে, তেমনি, প্রতি গৃহে জন্মাষ্টমী উৎযাপন হয়। আজ মহামোহস্তবের দিন। তা আমাদের বিধি হল, রাত বারোটায় ভগবানের আবির্ভাব হবে এবং আমরা তাকে অভ্যর্থনা জানাব।"

৬৮০৮১৬ - প্রবচন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহস্তব- মন্ট্রিয়াল