BN/680904 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু - নিউ ইয়র্ক

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যোগপদ্ধতির মাধ্যমে এর মূল্য উপলব্ধি করা উচিত। এই যোগপদ্ধতির মাধ্যমে প্রত্যেকের উচিত নিজেকে জানা। আমি এক মহান যোগী কি না, তা বোঝার জন্য অন্যদের সুপারিশ গ্রহণের কোন দরকার নেই। আমার উন্নতি কখনও অন্য কারোর প্রশংসার ওপর নির্ভর করে না। কিন্তু অবশ্যই আমার নিজেকে প্রতারণা করলে চলবে না। উপযুক্ত গুণাবলী না থাকা সত্ত্বেও আমার নিজেকে কখনও ভগবান বলে ভাবা উচিত নয়। সেইটি হচ্ছে আত্ম-প্রবঞ্চনা।"
৬৮০৯০৪ - প্রবচন থেকে উদ্ধৃত - নিউ ইয়র্ক