BN/680905 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" তো যখন একজন ব্রহ্মচারী বিবাহ করেন , তাকে গৃহস্থ বলা হয়ে অথবা গৃহকর্তা। কারণ একজন ব্রহ্মচারী তার জীবনের প্রথম থেকে শিক্ষা দেওয়া হয়ে জড় জাগতিক সুখ ত্যাগ করা, তাই তিনি সাধারণ পুরুষের মতন পারিবারিক জীবনে মত্ত থাকেন না। সাধারণ পুরুষেরা জীবনের শেষ সময়ে পর্যন্ত পারিবারিক জীবন এবং নারীর প্রতি আসক্তি ছাড়তে পারেনা। কিন্তু বৈদিক শাস্ত্র অনুযায়ী , নারী সঙ্গ একটি নির্দিষ্ট সময়ে অব্ধি করা যায়, শুধু যৌবন থাকা কালীন, শুধুমাত্র ভালো সন্তানের জন্ম দেয়ার জন্য। কারণ পঁচিশ থেকে পঞ্চাশ বাঁচার বয়স অব্ধি সন্তান জন্ম দেওয়া যায়।"
৬৮০৯০৫ - দীক্ষা এবং বিবাহে অনুষ্ঠানে প্রবচন - নিউ ইয়র্ক