BN/680913 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা শ্রী কৃষ্ণকে অল্প ফুল, অল্প ফল, অল্প জল দিয়ে পুজো করতে পারি, সেটাই সব। কত সার্বজনীন এটা ! একটু ফল,ফুল, জল যে কোন গরিব ব্যক্তি যোগার করতে পারে। তোমাকে হাজার হাজার ডলার আয়ে করতে হবেনা শ্রী কৃষ্ণকে পুজো করতে গেলে। শ্রী কৃষ্ণ কেন তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি ডলার বা দশ লক্ষেরও বেশি টাকা আমার সেবায় অবদান করো? না। তিনি নিজের মধ্যে নিজেই পূর্ণ। তার সব কিছু আছে, পূর্ণ। তো তিনি কোন ভিখারি নয়। কিন্তু তিনি ভিখারি, কোন ক্ষেত্রে? তিনি তোমাদের ভালোবাসা চাইছে । "
৬৮০৯১৩ - প্রবচন ব্রহ্ম সংহিতা ৫ .২৯ -৩০ - সান ফ্রান্সিস্কো