BN/680914 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
শ্রীমদ ভগবদ গীতায় তোমরা দেখবে যে কীর্তন সর্বদা করার জন্য প্রস্তাবিত করা হয়েছে। সাততাম। সাততাম মানে সর্বদা। সঠিক স্তরে বা অসিদ্ধ স্তরে,পদ্ধতি একটাই। এটি মায়াবাদীদের মতন নয়, যে প্রথমে তুমি জপ করো, এবং জপের মাধ্যমে, যখন তুমি ভগবান হয়ে যাবে তখন আর কোন জপ করতে হবেনা - থামিয়ে দিও। এটা হলো মায়াবাদী তত্ত্ব। কীর্তন চলতে থাকবে সবচেয়ে সঠিক স্তরেও।
৬৮০৯১৪ - প্রবচনের একটু অংশ - সান ফ্রান্সিস্কো