BN/680924c কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সব শেষে, যেই কৃষ্ণ ভাবনামৃতে আসছে , পুরুষ বা মহিলা, ছেলেরা এবং মেয়েরা, তাদের সবাইকেই আমরা স্বাগত জানাই। তারা খুবই ভাগ্যবান। তোমরা দেখ। এবং এই যে 'প্রভু' বলে সম্বোধন করার মানে হলো 'আপনি আমার প্রভু '। সেটাই হলো প্রভু মানে মালিক। এবং 'প্রভুপাদ' মানে অনেক প্রভু যারা তার শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে। সেটার মানে প্রভুপাদ। তো প্রত্যেকের, সবার, বাকিদেরকে আমার প্রভু হিসাবে আচরণ করা উচিত। এটাই হলো বৈষ্ণব পন্থা।
৬৮০৯২৪ - কথোপকথন - সিয়াট্‌ল