BN/680925 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যেই ব্যক্তি একদম শ্রী চৈতন্য মহাপ্রভু যা বলেছেন তাই বললেন এবং শ্রী কৃষ্ণ যা বলেছেন তাই বললেন, সেই হলেন গুরুদেব । ঠিক যেমন একজন শিক্ষক তিনি যেমন বলেন, 'আমি এম এ পাস করেছি'। এখন তার প্রমাণ কোথায়? তার মানে হলো সে যদি একজন এম এ পরীক্ষায় পাস করা ব্যক্তির মতন কথা বলেন, তালে সে এম এ করেছে । একজন চিকিৎসক যাকে বাকি সব মেডিক্যাল কলেজের চিকিৎসক স্বীকৃতি দিয়েছেন, সেই হলো চিকিৎসক। ঠিক সেরকম ভাবে তুমি যদি বিচার করতে চাও কে আসল গুরুদেব, তোমাকে আদর্শ গুরুদের দেখতে হবে, শ্রী কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তাদের মতন। এমন কি ভগবান প্রভু খ্রীষ্ট, এরকম অনেক , ভগবান বুদ্ধ, তারাও হলেন গুরুদেব, কিন্তু তারা বিভিন্ন পরিস্থিতিতে কথা বলেছেন। সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু তুমি যদি জানতে চাও কে হলেন গুরুদেব, তালে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে সে ঠিক একদম প্রকৃত গুরুর মতন কথা বলছেন কিনা।"
৬৮০৯২৫ - প্রবচন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ওপরে - সিয়াট্‌ল