BN/680927 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কষ্ট সব সময়ে রয়েছে। প্রত্যেকে চেষ্টা করেছে কষ্ট থেকে বেরতে, এটাই হলো সত্য। বেঁচে থাকার এই পুরো সংগ্রামী হলো কষ্ট থেকে বেরনো। কিন্তু তাতে বিভিন্ন ধরণের নির্দেশ আছে। কেউ বলে তুমি কষ্ট থেকে এই ভাবে মুক্তি পাবে, কেউ বলে তুমি কষ্ট থেকে এভাবে মুক্তি পাবে। তো এরকম অনেক নির্দেশ প্রস্তাবিত রয়েছে, এখনকার আধুনিক বৈজ্ঞানিকদের দ্বারা, দার্শনিকদের দ্বারা, নাস্তিক এবং আস্তিকদের দ্বারা, কর্মীদের দ্বারা, এরকম কত আছে আরো। কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুযায়ী তুমি সব ধরণের কষ্ট থেকে বেরতে পারবে যদি তুমি তোমার চেতনার পরিবর্তন করো, এটাই সব। সেটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। যেরকম আমি তোমার অনেক বার এই উদাহরণ টি দিয়েছি যে আমাদের সব কষ্ট হলো জ্ঞানের অভাবে, অবিদ্যা। সেই জ্ঞান অর্জন করা যাবে ভালো কর্তৃপক্ষের সঙ্গ থেকে।"
৬৮০৯২৭ - প্রবচন - সিয়াট্‌ল