BN/681007 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ্ভগবদ্গীতাতে বলা হয়েছে যে, আরেকটি আধ্যাত্মিক আকাশ রয়েছে, যেখানে রোদের প্রয়োজন নেই, ন যত্র ভাসয়তে সূর্যো। সূর্য মানে সূর্য, আর ভাসায়তে মানে রোদ বিতরণ। সুতরাং সেখানে রোদের প্রয়োজন নেই। ন যত্র ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো। শশাঙ্ক মানে চাঁদ। চাঁদের আলোরও প্রয়োজন নেই। ন শশাঙ্কো ন পাবকঃ। বিদ্যুতেরও প্রয়োজন নেই। তার মানে আলোর রাজ্য। এখানে, এই জড় জগৎ অন্ধকারের রাজত্ব। তা তোমরা, সবাই জানো। এটা আসলে অন্ধকার। এই পৃথিবীর অপর প্রান্তে সূর্য যাওয়ার সাথে সাথেই অন্ধকার হয়ে যায়। তার মানে প্রকৃতির দ্বারা অন্ধকার। কেবল রোদ, চাঁদের আলো এবং বিদ্যুৎ দ্বারা আমরা এটিকে হালকা রাখছি। তার অর্থ প্রকৃতিগতভাবে, এটি অন্ধকার। এবং অন্ধকার মানে অজ্ঞানতাও। "
৬৮১০০৭ - প্রবচন - সিয়াট্‌ল