BN/681009 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্‌ল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন একজন প্রশ্ন করতে পারে, 'আমি কেন ভগবানের বিজ্ঞান জানতে ইচ্ছুক হবো? এই জগতের আরো জিনিসের বিজ্ঞান জানতে ইচ্ছুক কেন হবো না? কেন একজন.... " না। এটা জরুরি। এটা বেদান্তের সিদ্ধান্ত 'অথত ব্রহ্ম জিজ্ঞাসা। এটার এই সুযোগ। পূর্ণ ভগবানের বিজ্ঞান জানার এই মানব জীবনী এক সুযোগ। তুমি ভগবান বা পরম সত্য বা পরমাত্মা বোলো, একই বিষয়। কিন্তু এই জীবন এটা বোঝবার জন্যে। এই সুযোগ আমরা যদি হারিয়ে ফেলি, আমরা জানিনা আমরা কোথায় যাবো।"
৬৮১০০৯ - প্রবচন - সিয়াট্‌ল