BN/681108c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
তৃণাদ অপি সুনীচেন তরর অপি সহিষ্ণুনা

(চৈতন্য চরিতামৃত আদি ১৭। ৩১) কে হরে কৃষ্ণ জপ করবার যোগ্য? তিনি বলে দিচ্ছেন। কি সেটা? তৃণাদ অপি সুনীচেন: ঘাসের থেকেও বিনীত। তোমরা জানে যে ঘাস, সবাই মাড়িয়ে দিয়ে যায়, কিন্তু সে প্রতিবাদ করেনা-"ঠিক আছে"। সুতরাং তৃণাদ অপি সুনীচেন। তরর অপি সহিষ্ণুনা তরর মানে "গাছ"। তারা খুব সহিষ্ণু, সহনশীলতার উদাহরণ, হাজার বছর ধরে, দাঁড়িয়ে থাকে, একই জাগায়, কোনো প্রতিবাদ না করে।"

৬৮১১০৮ - প্রবচন ব্রহ্মসংহিতা ৫.২৯ - লস্‌ এঞ্জেলেস্‌