BN/681109 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সমস্ত কিছু শ্রীকৃষ্ণের নির্দেশে আমরা পাচ্ছি, কারণ প্রকৃতি কার্য করছে, কি ভাবে কার্য করছে? মায়াধ্যক্ষেণ (গীতা ৯। ১০)। মায়াধ্যক্ষেণ প্রকৃতি সূয়াতে সো চরাচরম। "আমার নির্দেশনায়" শ্রীকৃষ্ণ বলছেন। প্রকৃতি আপনা থেকেই কাজ করছে না। তোমরা দেখো? তার একটা প্রভু আছে। সুতরাং এই জীবন ব্রহ্ম জিজ্ঞাসার জন্য, জিজ্ঞাসা, "ব্রাহ্মণ মানে কি?" ব্রাহ্মণের সম্বন্ধে না জানতে চেয়ে এরা ব্রাহ্মণকে হত্যা করছে। "আত্মা নেই, পরমাত্মা নেই, প্রকৃতি নিজে থেকেই কার্য করছে।" এই সমস্ত ভুলভাল কথা মানব সমাজে মূর্খদের মস্তিষ্কে ঠেলে ঢোকানো হচ্ছে।"
৬৮১১০৯ - প্রবচন ব্রহ্মসংহিতা - লস্‌ এঞ্জেলেস্‌