BN/681209 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজন বৈষ্ণব বা ভগবানের ভক্ত, তার জীবন পরোপকারের জন্য উৎসর্গ করা। তোমরা জানো , তোমাদের বেশিরভাগই খ্রীষ্টান- কেমন করে প্রভু যীশু, তিনি বলেছিলেন যে তিনি তোমাদের পাপ কর্মের কারণে নিজের জীবন বলি দিয়েছিলেন। ভগবানের ভক্তের সেরকম দৃঢ়তা। তারা নিজেদের সুখের কথা তোয়াক্কা করে না। যেহেতু তারা শ্রীকৃষ্ণ, বা ভগবানকে ভালোবাসে, তারা সমস্ত জীবকে ভালোবাসে, কারণ সব জীবের শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ আছে। সুতরাং, সেরকম, তোমাদের শিখতে হবে। এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন মানে বৈষ্ণব হয়ে ওঠা এবং মানব সমাজের দুঃখ উপলব্ধি করা।"
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসবে প্রবচন- লস্‌ এঞ্জেলেস্‌