BN/681209b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পরিস্থিতি এই পর্যায়ে এসেছে যে, এই বয়স্ক অবস্থায় আমি তোমাদের দেশে এসেছি, এবং তোমরাও এই আন্দোলনকে ভালো ভাবে গ্রহণ করছো, বোঝবার চেষ্টা করছো। আমাদের কিছু গ্রন্থ আছে এখন। সুতরাং এই আন্দোলনের কাঠামো আছে। তো আজ আমার গুরুদেবের তিরোভাব তিথিতে, আমি যেমন তার ইচ্ছে পূরণ করবার চেষ্টা করছি, তেমনি, আমি তোমাদের অনুরোধ করছি সেই একই উপদেশ তোমরা আমার ইচ্ছার মধ্যে দিয়ে পূরণ করো। আমি বয়স্ক। যেকোনো সময় চলে যেতে পারি। এটা প্রকৃতির নিয়ম। কেউ থামাতে পারবে না। সুতরাং এটা অবাক করার নয়। আমার গুরুমহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসবে আমি তোমাদের অনুরোধ করছি, কিছুটা হলেও তোমরা এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের কিছুটা বুঝেছ। তোমাদের উচিত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া।"
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসবে প্রবচন- লস্‌ এঞ্জেলেস্