BN/681219d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা জানি না আমরা কখন মারা যাব। তার আগে আমাদের পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। পরবর্তী জীবন মানে সরাসরি শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া, সর্বোচ্চ পূর্ণতা। যেমনটা তুমি শ্রীমদ্ভগবদ্গীতাতে পাবে, যান্তি দেবব্রতা দেবেন অন্য পিতৃন অন্য যান্তি পিতৃব্রতাঃ (শ্রীমদ্ভগবদ্গীতা 9/২৫)। বিভিন্ন রকমের গ্রহ রয়েছে। উচ্চতর গ্রহ ব্যবস্থা, তাতে খুব শক্তিশালী দেবতারা থাকেন। তারাও মানুষ, তবে তারা খুব সুন্দর, তারা খুব শক্তিশালী। সুতরাং তুমি সেখানে যেতে পারো। চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ- সেটা স্পষ্টভাবে বলা হয়েছে - যদি তুমি সে অনুযায়ী কাজ করো, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে, যে "যদি তুমি চন্দ্র গ্রহে যেতে চাও, তাহলে তোমাকে এইভাবে করতে হবে," তাহলে এই দেহ ত্যাগ করার পর, তুমি সেখানে যেতে পারো। একইভাবে, তুমি যে কোন গ্রহে যেতে পারো।
৬৮১২১৯ - দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌