BN/681219e প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এটা একটি সুযোগ। তুমি এই মানব দেহ পেয়েছ। এখন তুমি আমাদের সঙ্গ পাচ্ছ। ভগবদ্‌গীতা থেকে সব কিছু জানতে পারছ। সুতরাং সুযোগ রয়েছে। এখন যদি তা কাজে না লাগাও, তাহলে তুমি আত্মহত্যা করছো। কেউ থামাতে পারবে না তোমাকে। নাহলে তুমি এই সমস্ত ব্যবস্থার সুযোগ নেও এবং শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাও। সুতরাং এটা হলো পদ্ধতি। দীক্ষা মানে পূর্ণতার শুরু। একজনের সুযোগের সৎব্যবহার করতে হবে, নিঃসন্দেহে। ভগবদ্‌গীতা আশ্বাস দেওয়া হয়েছে, যদি শ্রীকৃষ্ণে বিশ্বাস করো, যদি তার পরমেশ্বরতায় বিশ্বাস করো, তাহলে কোনো সংশয় নেই। এবং চলো আমরা কৃষ্ণভাবনামৃত এবং নিয়মাবলীর অনুশীলন করি, এবং তাহলে জীবনের সার্থকতা নিশ্চিত।"
৬৮১২১৯ - প্রবচন দীক্ষা - লস্‌ এঞ্জেলেস্‌