BN/690107b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"গোবিন্দ দাস ঠাকুর, তার মনকে বলছেন, 'হে মন, অভয়চরণারবিন্দের সেবাতে নিয়োজিত কর'। এটা শ্রীকৃষ্ণের পাদপদ্মের নাম। অভয় মানে নির্ভয়। তুমি যদি শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ কর, তুমি তৎক্ষণাৎ নির্ভয় বোধ করবে। তাই তিনি উপদেশ দিচ্ছেন, 'হে মন, কেবল গবিদের শ্রীচরণের সেবাতে নিয়োজিত কর'। ভজ হুঁ রে মন শ্রীনন্দনন্দন'। তিনি 'গোবিন্দ' বলছেননা। তিনি শ্রীকৃষ্ণকে 'নন্দ মহারাজের পুত্র' বলে ডাকছেন। যেতেহু তার শ্রীচরণ নির্ভয়, তাহলে তোমরা মায়ার দ্বারা ভয়েভীত হবেনা।"
৬৯০১০৭ - প্রবচন ভজ হুঁ রে মনের তাৎপর্য - লস্‌ এঞ্জেলেস্‌