BN/690108 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বন্দে অহং মানে হলো ,' আমি আমার শ্রদ্ধা মূলক প্রণাম নিবেদন করছি। বন্দে ব- আ- ন - দ - এ। বন্দে মানে ' শ্রদ্ধা মূলক প্রণাম নিবেদন করা।' অহং। অহং মানে আমি। বন্দে অহং শ্রী গুরুং  : সমস্ত গুরুদেবদের বা নিজের গুরুদেব কে। শ্রী গুরুদেব কে সরাসরি প্রণাম নিবেদন করা মানে সমস্ত পূর্ব বর্তী আচার্য শ্রীচরণে প্রণাম নিবেদন করা। গুরুং মানে অসংখ্য সংখ্যা। সমস্ত আচার্যগনদের । তারা একে ওপরের থেকে ভিন্ন নয়। কারণ তারা শ্রী গুরুদেবের পরম্পরা তে আসছেন এবং তাদের মতামত কোনো পার্থক্য নেই ,তাই জন্য যদিও তারা অনেকে, কিন্তু তারা একি। বন্দে অহং শ্রী গুরুং শ্রী যুত পদ কামালাম। শ্রী যুত মানে হলো , ' জয় ধনী এবং ঐশ্বর্য সম্পন্ন। ' পদ কামালাম মানে , ' পাদ ও পদ্মা '। বরিষ্ঠ ব্যক্তিদের প্রণাম নিবেদন শুরু হয়ে পাদ পদ্মা থেকে , এবং আশীর্বাদ শুরু হয়ে মস্তিষ্ক দিয়ে। এটাই হলো নিয়ম। শিষ্য গান শ্রী গুরুদেবের পাদ পদ্মা স্পর্শ করে প্রণাম নিবেদন করে , এবং শ্রী গুরুদেব শিষ্যদের মস্তিষ্কে হাত দিয়ে আশীর্বাদ প্রদান করে। । "
৬৯০১০৮ - ভজন এবং মঙ্গলাচরণ প্রার্থনার তাৎপর্য - লস্‌ এঞ্জেলেস্‌