BN/690109c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই মূর্খ লোকেরা যারা ভাবছে 'আমি ব্রহ্মযোতিতে বিলীন হয়ে যাবো', তারা বোকা, কারণ সেখানে তারা থাকতে পারবেনা। তার ইচ্ছে আছে, বাসনা। নিজের ইচ্ছের পূর্তি করা সম্ভব নয় যদি তুমি শ্রীকৃষ্ণের কাছে না যাও। তাই তার ইচ্ছে পূরণ করতে সে আবার এই জগতে ফিরে আসবে। কারণ সে কাজ করতে চায়, আনন্দ। আনন্দ ময় ভষ্যৎ (বেদান্ত সূত্র ১। ১। ১২)। আত্মা এবং পরমেশ্বর ভগবান স্বাভাবিক ভাবেই আনন্দময়। যখন আনন্দ উপভোগের কথা আসবে তার মানে ভিন্নতা থাকবে। সুতরাং ভিন্নতা ছাড়া সে সেখানে বেশি ক্ষন থাকতে পারবেনা। তাকে আসতেই হবে। কিন্তু যেহেতু তার আধ্যাত্মিক বৈচিত্রের কথা জানা নেই, তাকে এই জাগতিক ভিন্নতায় ফিরে আস্তে হবে। ব্যাস।"
৬৯০১০৯ - প্রবচন ভগবদ্‌গীতা ০৪.১৯-২৫ - লস্‌ এঞ্জেলেস্‌