BN/690109d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং ভগবান হলেন এতো কৃপালু যে যখন কোন ব্যক্তি তাকে বুঝতেও পারেন না .... প্রথম কথা হলো মানুষ বুঝতে পারেনা ভগবান কি, কিন্তু ভগবান নিজেই এসেছেন নিজেকে বোঝাতে। তাও তারা ভুল করে। তাই জন্য শ্রী কৃষ্ণ ভক্ত রূপে এসেছেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত বোঝাতে। তো আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে উচিত। এবং নরোত্তম দাস ঠাকুর শিক্ষা দেন যে,' প্রথমে অন্তত গৌর সুন্দরের নাম জপ করবার চেষ্টা করো'।

শ্রী কৃষ্ণ -চৈতন্য প্রভু -নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি -গৌর -ভক্ত -বৃন্দ এই ভাবে যখন আমরা একটু আসক্ত হয়ে পর্ব গৌর সুন্দরের ভগবান শ্রীচৈতন্যের প্রতি, তখন স্বয়ংক্রিয়ভাবে আমরা চিন্ময় আবেগ উপলব্ধি করতে পারবো। এবং সেই আবেগের স্তর প্রদর্শিত হবে শরীরের কম্পনের মাধ্যম দিয়ে। যদিও আমাদের কখনও এই কম্পন অনুকরণ করা উচিত নয় জনসাধারণকে দেখানোর জন্য যে, 'আমি একজন মহান ভক্ত হয়ে গেছি', কিন্তু আমাদের ভক্তিমূলক সেবা ভালো করে এবং শ্রদ্ধা সহকারে সম্পাদন করতে হবে। সেই স্তরে তো ভগবান হলেন এতো কৃপালু যে যখন কোন ব্যক্তি তাকে বুঝতেও পারেন না প্রথম কথা হলো মানুষ বুঝতে পারেনা ভগবান কি, কিন্তু ভগবান নিজেই এসেছেন নিজেকে বোঝাতে। তাও তারা ভুল করে। তাই জন্য শ্রী কৃষ্ণ ভক্ত রূপে এসেছেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত বোঝাতে। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে উচিত। এবং নরোত্তম দাস ঠাকুর শিক্ষা দেন যে,' প্রথমে অন্তত গৌরসুন্দরের নাম গোপ করবার চেষ্টা করো'। শ্রী কৃষ্ণ -চৈতন্য প্রভু -নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি -গৌর -ভক্ত -বৃন্দ এই ভাবে যখন আমরা একটু আসক্ত হয়ে পর্ব গৌর সুন্দরের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি, তখন স্বয়ংক্রিয়ভাবে আমরা চিন্ময় আবেগ উপলব্ধি করতে পারবো। এবং সেই আবেগের স্তর প্রদর্শিত হবে শরীরের কম্পনের মাধ্যম দিয়ে। যদিও আমাদের কখনও এই কম্পন অনুকরণ করা উচিত নয় জনসাধারণকে দেখানোর জন্য যে, 'আমি একজন মহান ভক্ত হয়ে গেছি', কিন্তু আমাদের ভক্তিমূলক সেবা ভালো করে এবং শ্রদ্ধা সহকারে সম্পাদন করতে হবে। সেই স্তরে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, কম্পন।"

৬৯০১০৯ - ভজন এবং তাৎপর্য গৌরাঙ্গ বলিতে হবে কীর্তনের - লস্‌ এঞ্জেলেস্‌