BN/690119 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে মানুষকে এই বৈদিক গ্রন্থের সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া। শ্রীচৈতন্য চরিতামৃতে একটি খুব সুন্দর শ্লোক আছে:

কৃষ্ণ ভুলি' সেই জীব অনাদি-বহির্মুখ। অতএব মায়া টরে দেয় সংসার-দুঃখ।। (শ্রীচৈতন্য-চরিতামৃত মাধ্যলীলা ২০ ১১৭) আমরা জানিনা কখন আমরা ভগবানকে ভুলে গেছি, কখন আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্কে হারিয়ে ফেলেছি। আমরা ভগবানের সাথে নিত্য সম্পর্কিত আছি। আমরা এখনও সম্পর্কিত আছি। আমাদের সম্পর্ক হারিয়ে যায়নি। ঠিক যেরকম একজন পিতা এবং তার পুত্র। এটা হলো বদ্ধ ... কিন্তু আসলে সম্পর্ক হারিয়ে যায়নি। যখন সে চেতনায় ফিরে আসে,' ওহ, আমি হলাম এরকম-এরকম ভদ্রলোকের ছেলে,' সম্পর্ক সঙ্গে সঙ্গে স্থাপিত হয়ে যায়। ঠিক সেরকম, আমাদের চেতনা, এই জড়জাগতিক চেতনা, পাগলামির অবস্থা। আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা ঘোষণা করছি ভগবান মারা গেছেন। আসলে আমি মরে গেছি। আমি ভাবছি, 'ভগবান মারা গেছেন'। "

৬৯০১১৯ - প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌