BN/690120 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রথমত ভগবানের ধারণা কি, 'ভগবান মহৎ'। তার থেকে কেউ বড় নয়, এবং কেউ তার সমান নয়। সেটা ভগবান। অসমূর্ধ। আসল সংস্কৃত শব্দটি হল অসমূর্ধ, মানে কেউ সমান নয়। ভগবানের সমান কেউ হতে পারেনা। আচার্যরা এই বিচার করেছেন। তারা ভগবানের গুণাবলী বিচার করেছেন। তারা চৌষট্টিটি গুন্ বিচার করেছেন। এবং চৌষট্টিটির মধ্যে, আমাদের, জীবেদের, পঞ্চাশটি আছে মাত্র। তাই আমরা খুব নগণ্য।"

৬৯০১২০- প্রবচন শ্রীমদ্ভাগবত ০৫.০৫.০১ - লস্‌ এঞ্জেলেস্‌