BN/690120c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রত্যেকটা মানুষ আনন্দ উপভোগ করার জন্য উপযুক্ত, কারণ সে ভগবানের অংশ। কারণ তিনি ভগবানের অংশ, সেও ভোগী, যদিও খুব কম পরিমাণে। কিন্তু সে ভগবানের সঙ্গে থেকে উপভোগ করতে পারবে। তো ভগবানের সংঘে প্রবেশ করতে গেলে, তাকে নিজেকে শুদ্ধ করতে হবে। যস্মাদ ব্রহ্ম -সৌ ... ব্রহ্ম, ব্রহ্ম সুখম। ব্রহ্ম মানে সীমাহীন, অথবা আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে সীমাহীন, অশেষ, চিরস্থায়ী - সবচেয়ে শ্রেষ্ঠ। এগুলো হলো ব্রহ্মর কিছু অর্থ। তো তোমরা সুখের পেছনে ছুটছো, সেটাই হলো তোমাদের বিশেষ অধিকার। সেটা তোমাদের অধিকার। কিন্তু তোমরা খুঁজে বেড়াচ্ছ ইন্দ্রিয় তৃপ্তির পর্যা থেকে , তোমাদের কখনও তা পাবে না। যদি তোমার এই অস্তিত্বকে শুধু করতে পারো, তাকে তুমি সীমাহীন সুখ উপলব্ধি করতে পারবে আধ্যাত্মিক অস্তিত্বে। "
৬৯০১২০ - প্রবচন শ্রীমদ ভগবদ ০৫ .০৫ .০১ - লস্‌ এঞ্জেলেস্‌