BN/690120b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো সব কিছু ভগবানের সম্পত্তি। তুমি নিতে পারো না, তুমি যদি খুব ভালো ছেলেও হও, তুমি ভগবানের অনুমতি ছাড়া কিছু নিতে পারো না। ঠিক যেমন তোমার পিতার সম্পত্তি। তুমি পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে। এটা বাস্তব। কিন্তু ধরো তোমার পিতার টেবিলে এক হাজার ডলার আছে। তুমি যদি তার অনুমতি ছাড়া তা নেও, তুমি যদি ভাব, "এটা তো আমার পিতার টাকা", আইন অনুযায়ী তুমি আসামি। তোমার পিতা তোমাকে আসামি সাব্যস্ত করতে পারেন। সেটা রাজ্যের নিয়ম। যদি তোমার পিতার টাকাও হয়, তোমার পিতা যদি খুব কৃপালুও হন, তাও পিতার অনুমতি ছাড়া টাকা নিলে, তুমি আসামি। অন্যদের কথা আর কি বলবো? একইভাবে আমরাও সকলে ভগবানের সন্তান।"
৬৯০১২০- প্রবচন শ্রীমদ্ভাগবত ০৫.০৫.০১ - লস্‌ এঞ্জেলেস্‌