BN/690216b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যেই কৃষ্ণভাবনামৃত সংঘ, এটা কেবল শ্রীকৃষ্ণের জন্য। আর কিছু নেই। তাই এই ছেলে গুলোর থেকে ভালো কেউ নেই। তারা কেবল শ্রীকৃষ্ণের প্রতি মনোনিবেশ করছে। তাদের সবকিছু শ্রীকৃষ্ণের জন্য। তারা বাগানে কাজ করছে, মাটি খুঁড়ছে: "ও, এখানে খুব সুন্দর গোলাপ হবে, আমরা সেটা শ্রীকৃষ্ণকে নিবেদন করবো।" ধ্যান। মানে বাস্তবিক ধ্যান:"আমি গোলাপ চাষ করবো এবং তা শ্রীকৃষ্ণকে অর্পণ করা হবে।" মাটি খুড়তেও ধ্যান করছে। বুঝেছ? তারা সুস্বাদু খাদ্য তৈরি করছে, "ও, এগুলি শ্রীকৃষ্ণ আস্বাদন করবেন।" সুতরাং রান্না তেও ধ্যান করছে। বুঝেছ? এবং জপ এবং নৃত্যের আর কি কথা। সুতরাং এরা চব্বিশ ঘণ্টা শ্রীকৃষ্ণের ওপর ধ্যান করছে। নিখুঁত যোগী।"
৬৯০২১৬ - প্রবচন ভগবদ্‌গীতা ০৬.১৩-১৫ - লস্‌ এঞ্জেলেস্‌