BN/690217 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কোন না কোন ভাবে একটা আঙ্গুল কেটে বাদ পরে গেছে, এবং মাটিতে পরে আছে; সেটার আর কোন মূল্য নেই। আমার আঙ্গুল যখন এটা কেটে বাদ চলে গেছে এবং মাটিতে পরে আছে, তার আর কোন মূল্য নেই। কিন্তু, যখনি এই আঙ্গুল টিকে শরীরের সাথে আবার জোড়া লাগানো হবে, তখন সেটার মিলিয়ন এবং ট্রিলিয়ন টাকার মূল্য হয়ে যাবে। অমূল্য। ঠিক সেইরকম ভাবে এখন ভগবান অথবা শ্রীকৃষ্ণের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জড়জাগতিক পরিস্থিতির জন্য। ভুলে গেছি .... সংযোগ বিচ্ছিন্ন হয়ে নি। সংযোগ আছে। ভগবান আমাদের সব রকমের প্রয়োজন সরবরাহ করছেন। ঠিক যেমন একজন রাষ্ট্রের আসামির নাগরিক বিভাগ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও আসলে বিচ্ছিন্ন ঘটে নি। সরকার তার এখনো খেয়াল রাখছে, কিন্তু আইনত ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক সেই রকম আমরাও বিচ্ছিন্ন হয়নি। আমরা কখনো বিচ্ছিন্ন হতে পারিনা, কারণ শ্রীকৃষ্ণকে ছাড়া কোন কিছুর কোনও অস্তিত্ব নেই। তো আমি কি করে বিচ্ছিন্ন হতে পারি? বিচ্ছিন্ন হলো শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে, নিজেকে কৃষ্ণ চেতনায় নিয়োজিত না করে, আমি অনেক আজে বাজে চেতনায় নিযুক্ত রয়েছি। সেট হলো সংযোগ বিচ্ছিন্ন হওয়া । "
৬৯০২১৭ - প্রবচন ভগবদ্গীতা ০৬ .১৬ -২৪ - লস্‌ এঞ্জেলেস্‌