BN/690327 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমরা এই যুগের মাত্র পাঁচ হাজার বছর অতিক্রান্ত করেছি, কলি যুগ। তার আগে, দ্বাপর যুগ ছিল। দ্বাপর যুগ মানে ৮০০,০০০ বছর ছিল। এবং তার আগে, ত্রেতা যুগ, যা বারো হাজার বছর ধরে চলেছে। তার মানে অন্তত কুড়ি লক্ষ্য বছর আগে, যখন এই জগতে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন।"
৬৯০৩২৭ - প্রবচন জন্মোৎসব, ভগবান রামচন্দ্রের, রাম নবমী - হাওয়াইয়াই