BN/690328 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি ভগবানকে দেখতে পাবেনা, তুমি ভগবানকে সুখ্তে পারবেনা, তুমি ভগবানকে ছুঁতে পারবেনা, তুমি ভগবানকে চাখতে পারবেনা- কিন্তু তুমি তাকে শুনতে পারবে। এটা বাস্তব। তুমি শ্রবণ করতে পারবে।আমাদের ভগবান কি তা বোঝবার জন্য শ্রবণ করা খুব জরুরি। ঠিক যেমন আমরা এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জপ করি। আমরা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করি। শ্রবণের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের রূপের সমন্ধে জানছি। শ্রীকৃষ্ণের রূপ, যা আমরা এখানে পূজা করছি, তাই আমরা শ্রবণ করছি। এটা কোন মনগড়া কিছু নয়।"
৬৯০৩২৮ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.০৬ - হাওয়াই